ঢাকা, বুধবার ১৭, ডিসেম্বর ২০২৫ ৩:২৮:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহান বিজয় দিবস দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিজয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সরকার ‘হয়তো জানতেও পারবো না, মা কবে মারা গেছেন’

বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় দিয়া-রোমানদের 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ আরচ্যারি বাংলাদেশের জন্য ভালো যায়নি। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্রতে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেওয়ার পর ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডেই বাংলাদেশের সব আরচ্যার বিদায় নিয়েছেন। 

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের ৩ জন আরচ্যার অংশ নিয়েছেন। দেশ সেরা আরচ্যার রোমান সানা ভারতের রাই তরুণদ্বীপের সঙ্গে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন। প্রথম সেটে দুই জনই ২৬-২৬ করে ড্র করেছিলেন। পরের সেট ভারতের আরচ্যার ২৮-২৭ পয়েন্টে জিতে যান। তৃতীয় সেটে রোমান ড্র করে ম্যাচে টিকে থাকেন। চতুর্থ সেটে রোমান ২৮-২৭ পয়েন্টে জিতলে ৪-৪ সেট পয়েন্টে সমতা হয়। পঞ্চম ও শেষ সেট দাঁড়ায় ফলাফল নির্ধারণী। রোমান শেষ সেটে সবচেয়ে কম স্কোর গড়েন। ৩০ এর মধ্যে মাত্র ২৫ করেন রোমান যেখানে তরুণদ্বীপ ২৯ করে পরবর্তী রাউন্ডে নিজের নাম লেখান। 
অন্য দুই আরচ্যার আলিফ আব্দুর রহমান ও হাকিম আহমেদ রুবেল সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। রুবেল জার্মান আরচ্যারের সঙ্গে ৬-২ সেট পয়েন্টে আর আলিফ ৭-১ সেট পয়েন্টে ইতালিয়ান আরচ্যারের সঙ্গে হারেন। 

নারী রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র আরচ্যার ছিলেন দিয়া সিদ্দিকী। ভাগ্য তার খুব সহায় হয়নি। স্প্যানিশ আরচ্যার কানালিস ইলার সঙ্গে পাঁচ সেটের মধ্যে ৫-৫ সেট পয়েন্টে সমতায় ছিলেন। টাইব্রেকিংয়ে দুই জনই ৯ স্কোর করেন। ফলে আবার টাইব্রেকিং হয়। সেখানেও দুই জনের সমতা বজায় থাকে৷ দিয়াও ১০ এ ১০ এবং তার প্রতিপক্ষ ইলাও। এক্ষেত্রে ইলার তীর মূল কেন্দ্রের কিছুটা নিকটবর্তী হওয়ায় তাকে পরবর্তী রাউন্ডের জন্য যোগ্য ঘোষণা করা হয়।

দিয়া ও ইলার ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রথম সেটে দুই জন ২৫-২৫ স্কোর করায় ড্র হয়। পরের চার সেট উভয় দুইটি করে জেতায় ৫-৫ এ সমতায় শেষ হয়। টাইব্রেকেও দুই বার সমতা ছিল। শেষ পর্যন্ত ভাগ্য সহায় না হওয়ায় দিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারেননি। 

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে এই বিশ্বকাপে ফেডারেশন মাত্র ৪ জন রিকার্ভ আরচ্যার পাঠিয়েছে। ফলে কম্পাউন্ড ইভেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত, দলগত এবং নারী ব্যক্তিগত এবং মিশ্র বিভাগে অংশ নেয়। চার ইভেন্টের মধ্যে দলীয় দুই ইভেন্টে প্রি কোয়ার্টার ও ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ড (১/৩২) থেকে বিদায় নেয় বাংলাদেশ।